২৮ আগস্ট ২০২৫, ১৬:৪৬

রুটিন রক্ষণাবেক্ষণে কর্ণফুলী টানেলে সীমিত যান চলাচল

কর্ণফুলী টানেলে সীমিত যান চলাচল  © সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে শুরু হচ্ছে রুটিন রক্ষণাবেক্ষণ কাজ। এ কারণে তিন দিন টানেলের একমুখী চলাচলে ট্রাফিক ডাইভারসন কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টানেলের জেট ফ্যান পরিষ্কার, রক্ষণাবেক্ষণ ও রোড মার্কিংয়ের কাজ সম্পন্ন করতে আজ ২৮, আগামী ২৯ ও ৩০ আগস্ট প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ টিউব বন্ধ থাকবে। এ সময়ে সব ধরনের যানবাহন নিয়ন্ত্রিতভাবে চলবে ‘আনোয়ারা থেকে পতেঙ্গা’ টিউবের মাধ্যমে।

এ সময় যাত্রীদের সাময়িক ভোগান্তি এড়ানো যাবে না। তাই, বিদ্যমান ট্রাফিকের পরিমাণ অনুযায়ী টানেলের উভয় প্রান্তে সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, টানেলের নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করতে নিয়মিত রক্ষণাবেক্ষণ জরুরি। তাই নাগরিক সুবিধা অটুট রাখতে সাময়িক এই অসুবিধায় সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।