২৬ আগস্ট ২০২৫, ১০:৩০
ভুয়া ডিবি পরিচয়ে চাঁদাবাজি, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আটক
জামালপুরের ইসলামপুরে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় দূর্জয় সাব্বির (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আটক করেছে স্থানীয় জনতা। রবিবার (২৪ আগস্ট) রাতে গোয়ালেরচর চৌরাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
আটক সাব্বির মোহাম্মদপুর বালুচর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে এবং রাজধানীর নর্দান ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান জানান, ভুয়া ডিবি পরিচয়ে এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চাঁদা আদায়ের সময় স্থানীয়রা সাব্বিরকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে সোমবার আদালতে পাঠানো হয়েছে।