২২ আগস্ট ২০২৫, ২১:২৫

টানেল প্রান্তে ঝুঁকিপূর্ণ বাইক স্ট্যান্টের ভিডিও ভাইরাল, খতিয়ে দেখছে পুলিশ

কর্ণফুলীর আনোয়ারা প্রান্তে এক যুবকের প্রাণঘাতী বাইক স্ট্যান্ট  © সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম সড়ক টানেল কর্ণফুলীর আনোয়ারা প্রান্তে এক যুবকের প্রাণঘাতী বাইক স্ট্যান্টের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে। শুক্রবার বিকেলে প্রকাশিত এক মিনিট সাত সেকেন্ডের ওই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা ও উদ্বেগ।

ভিডিওতে দেখা যায়, এক যুবক মোটরসাইকেল চালানোর সময় গতি ও ভারসাম্যের সমন্বয়ে একের পর এক কসরত প্রদর্শন করছেন। এক পর্যায়ে চলন্ত বাইকের সিটের ওপর দাঁড়িয়ে স্ট্যান্টও করেন তিনি। ঘটনার সময় সড়কের আশপাশে থাকা কয়েকজনকে মোবাইলে ভিডিও ধারণ করতে দেখা যায়। দর্শকদের মতে, এমন অবিবেচক আচরণ যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারত।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে টানেল সড়ক দিয়ে কোরীয় রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (কেইপিজেড) শ্রমিকবাহী বাসসহ অন্যান্য যান চলাচল করছিল। ঠিক সেই সময়ই বাইকস্ট্যান্ট শুরু করেন যুবকটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবকের নাম ইলিয়াস, তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা। বন্ধুদের সঙ্গে চট্টগ্রামে ঘুরতে এসে টানেল সড়কে স্ট্যান্ট প্রদর্শন করেন তিনি। এক ভিডিওতে ইলিয়াস নিজেই বলেন, দেশের বিভিন্ন জায়গায় বাইক স্ট্যান্ট করলেও টানেল সড়কে এটি প্রথমবারের মতো করেছেন।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা ইতোমধ্যেই তথ্য সংগ্রহ শুরু করেছি। ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’