২২ আগস্ট ২০২৫, ২১:০১

সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  © সংগৃহীত ছবি

ভোলার লালমোহন উপজেলায় সাপের কামড়ে তাসলিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তাসলিমা ধলীগৌরনগর ইউনিয়নের পূর্ব চতলা এলাকার বাসিন্দা আলমগীর হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে স্বামীর সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তাসলিমা। গভীর রাতে হঠাৎ তিনি চিৎকার করে ওঠেন। আলমগীর টর্চলাইট জ্বালিয়ে দেখতে পান, তাদের বিছানার পাশে একটি সাপ। দ্রুত স্থানীয় এক ওঝাকে খবর দিলে তিনি এসে বিষ নামানোর চেষ্টা করেন। তবে কিছুক্ষণের মধ্যেই তাসলিমার শরীর নিস্তেজ হয়ে পড়ে। এরপর ওঝা হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়ে সরে যান। পরে ভোরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে পুলিশকে কোনো অভিযোগ জানানো হয়নি।