সহকারী শিক্ষিকার সঙ্গে প্রধান শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল
নোয়াখালীর হাতিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের সঙ্গে আরেক সহকারী শিক্ষিকার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রবিবার (১৭ আগস্ট) রাতে ৪ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হয়। এ নিয়ে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর। সেই শিক্ষকরা কতটুকু নীচু হলে এমন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়। সেটি আবার নিজেদের মোবাইলে ভিডিও ধারণ করে। এটি শিক্ষক সমাজের জন্য লজ্জার বিষয়। এতে তারা শিক্ষকতার মহান পেশায় থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। আমাদের সন্তানরা তাদের থেকে কী শিখবে। শিক্ষকতা পেশা থেকে তাদের অপসারণের দাবি জানাই।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে পূর্ব ভাটিরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান দুলাল বলেন, ওই শিক্ষিকা আমার দ্বিতীয় স্ত্রী। বিষয়টি আমার প্রথম স্ত্রীও জানে। ২০২১ সালের ২৩ এপ্রিল হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর লোকজন আমার ওপর হামলা করে জোরপূর্বক আমার মোবাইল, ল্যাপটপ, মোটরসাইকেল ছিনিয়ে নেয়। ওই সময় তারা এ ভিডিওটি হাতিয়ে নেয়। পরে একটি চক্র ব্ল্যাকমেল করে আমার থেকে টাকা দাবি করে আসছে। আমি থানায় একটি জিডি করেছি।
অপরদিকে, এ বিষয়ে জানতে সহকারী শিক্ষিকা গুলশান আরা বেগমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।
হাতিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ফাঁস হওয়া ভিডিওর বিষয়ে আমাকে স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন।
নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসরাত নাসিমা হাবীব বলেন, আমি বিষয়টি শুনেছি, তবে বিস্তারিত জানা নেই। আমার কাছে কোনো অভিযোগ নেই। এ ছাড়া আমি তিন দিনের ছুটিতে আছি। ছুটি শেষ করে বিষয়টি খবর নেব। যদি অভিযোগ সত্য হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।