টঙ্গীতে স্কুলের পাশ থেকে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার
গাজীপুরের টঙ্গীতে একটি স্কুলসংলগ্ন এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানার শিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয়ের দেয়ালঘেঁষা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সন্ধ্যা প্রায় ৭টার দিকে পথচারীরা বিদ্যালয়ের পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হলে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও আলাদা একটি পলিথিনে মোড়ানো ১৫ রাউন্ড গুলি উদ্ধার করে। তবে কে বা কারা ওই ব্যাগটি সেখানে ফেলে রেখে গেছে তা এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।’