গাজীপুরে কেমিক্যাল স্টোরের ডেলিভারি ম্যানের রহস্যজনক মৃত্যু
গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল স্টোরে কর্মরত এক ডেলিভারি ম্যানের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. তৌহিুজ্জামান। তিনি স্থানীয় ভিয়ালাটেক্স লিমিটেডে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন।
প্রতিষ্ঠানের এইচআর অ্যাডমিন মোহাম্মদ মাহবুব জানান, তৌহিুজ্জামান দীর্ঘদিন ধরে এজমায় (অ্যাজমা) ভুগছিলেন। শনিবার কাজের সময় হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
ইন্টারন্যাশনাল মেডিকেলের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. আসিফ বলেন, হাসপাতালে আনার আগেই তৌহিুজ্জামানের মৃত্যু হয়। তবে নিহতের শরীরে বিভিন্ন ধরনের কালো দাগ পাওয়া গেছে।
নিহতের স্বজনদের দাবি, ঘটনাটি রহস্যজনক। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন। জানা গেছে, তৌহিুজ্জামান যুবদলের কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদারের মামাতো বোনের জামাই।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) এস্কান্দার হাবিব বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’