০৮ আগস্ট ২০২৫, ০০:৫৩

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল অ্যাম্বুলেন্স, প্রাণ গেল যুবকের

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল অ্যাম্বুলেন্স  © টিডিসি ফটো

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দ্রুতগামী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি মুদি দোকানে ঢুকে পড়লে একজন যুবকের মর্মান্তিক মৃত্যু হয়। নিহত যুবকের নাম আরমান আলী (৩০)। তিনি ফুলবাড়ী ইউনিয়নের বড় সাতাইল বাতাইল গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন মুদি দোকানি ছিলেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ফুটানি বাজার এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি অ্যাম্বুলেন্স দ্রুতগতিতে এসে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ঢুকে পড়ে আরমান আলীর মুদি দোকানের ভেতরে। সে সময় আরমান দোকানের ভেতরেই অবস্থান করছিলেন।

স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকার পর বিকেলে তার মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অ্যাম্বুলেন্সটি অতিরিক্ত গতিতে চলছিল, যা নিয়ন্ত্রণ হারানোর প্রধান কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: সাংবাদিকদের মারার হুমকি দেওয়া ছাত্রদল নেতাকে শোকজ 

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে। অ্যাম্বুলেন্সের চালক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদিকে, এই দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, সড়কে দ্রুতগতির যানবাহনের বেপরোয়া চলাচল দিন দিন বেড়ে চলেছে, যা নিয়মিতই দুর্ঘটনার কারণ হয়ে উঠছে। তারা দ্রুত সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আরমান আলীর অকালমৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের মাতম। জীবিকার জন্য যার একমাত্র ভরসা ছিল ছোট্ট মুদি দোকানটি, সেই দোকানেই প্রাণ হারাতে হলো তাকে।