০৫ আগস্ট ২০২৫, ১০:৩৮

পল্লী বিদ্যুতের যন্ত্রাংশে আগুন, ৪০ লাখ টাকার ক্ষতি

পল্লী বিদ্যুতের যন্ত্রাংশে আগুন  © টিডিসি

পটুয়াখালীর কলাপাড়ায় পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের সংরক্ষিত যন্ত্রাংশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৪ আগস্ট) বিকাল সোয়া চারটার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা ফায়ার সার্ভিসের।

ভোল্টেজ রেগুলেটরসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ধরা হয়েছে প্রায় ৪০ লাখ টাকা। খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কলাপাড়া ও তালতলী উপজেলার বড় একটি অংশ প্রায় তিন ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিলো। ঘটনার সময় জোনাল অফিস এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কলাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. কামরুজ্জামান বলেন, ‘শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। আমাদের প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশগুলো ঢাকায় পাঠিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।’
 
এ বিষয়ে ফায়ার সার্ভিসের কলাপাড়া ইউনিটের স্টেশন অফিসার আব্দুল হান্নান বলেন, ‘আমরা দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে। তবে আগুনে অনেক মূল্যবান যন্ত্রাংশ পুড়ে গেছে।’