০৩ আগস্ট ২০২৫, ১৯:২৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

মোটরসাইকেল দুটিকে চাপা দিয়ে উল্টো যায় সিএনজিচালিত অটোরিকশা  © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে কারও নাম-পরিচয় জানা যায়নি।

রবিবার (৩ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেল ব্রাহ্মণবাড়িয়া থেকে মাধবপুরের দিকে যাচ্ছিল এবং অপরটি মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল। দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পরপরই পেছন দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান।

আরও পড়ুন: ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক’

এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

স্থানীয় লোকজন বলেন, মহাসড়কে দ্রুতগতির যান চলাচল ও ওভারটেকিংয়ের প্রবণতা দুর্ঘটনার অন্যতম কারণ। দুর্ঘটনাস্থলে মুহূর্তেই যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। ফলে ঢাকা-সিলেট মহাসড়কের এ অংশে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে বলেও তারা জানান।