গণঅভ্যুত্থানে সাতক্ষীরার প্রথম শহীদ আসিফের স্মরণে পাঠাগার উদ্বোধন
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাতক্ষীরার প্রথম শহীদ আসিফের স্মরণে ‘শহীদ আসিফ স্মৃতি পাঠাগার’ উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ আগস্ট) দুপুর দেড়টায় সাতক্ষীরা সরকারি কলেজের লাইব্রেরি রুমে আয়োজিত এক অনুষ্ঠানমালার মধ্য দিয়ে পাঠাগারটির শুভ উদ্বোধন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক মো. নোমান হোসেন নয়ন। সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন কলেজ শাখার সেক্রেটারি মো. মাসুদুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মুহা. আল মামুন।
আরও পড়ুন: করোনা পরবর্তী পেট ও মস্তিষ্কে সমস্যা বেড়েছে ৪৭%, যা বলছে গবেষণায়
এছাড়াও অনুষ্ঠানে শহীদ আসিফের ভাই মো. রাকিব হোসেন, শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক মো. নুরুন্নবী, প্রকাশনা সম্পাদক হাফেজ আনিসুর রহমান, তথ্য ও মিডিয়া সম্পাদক মো. মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. নোমান হোসেন নয়ন বলেন, ‘শহীদ আসিফ শুধু একজন সংগ্রামী ব্যক্তি নন, তিনি একটি আদর্শের প্রতীক। তাঁর আত্মত্যাগ নতুন প্রজন্মকে আলোর পথে এগিয়ে নিতে প্রেরণা জোগাবে। এই পাঠাগার হবে সেই চেতনার ধারক।’ তিনি আরও বলেন, ‘ইসলামী ছাত্রশিবির সবসময় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করে, ব্যক্তিগত কৃতিত্বের জন্য নয়।’
অধ্যক্ষ আবুল হাশেম বলেন, ‘শিক্ষা ও মানবিকতার বিকাশে ইসলামী ছাত্রশিবিরের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। পাঠাগারটি শিক্ষার্থীদের মধ্যে শহীদদের আত্মত্যাগ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দেবে।’
মুহা. আল মামুন বলেন, ‘দেশের কল্যাণে ইসলামী ছাত্রশিবির সবসময় সচেষ্ট। ন্যায়ের সমাজ গঠনে ছাত্রশিবির তাদের কার্যক্রম চালিয়ে যাবে।’
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আবুল হাশেম। এরপর আনুষ্ঠানিকভাবে পাঠাগারের কার্যক্রম শুরু হয়।