০২ আগস্ট ২০২৫, ০০:৩৪

ছাত্রীকে ধর্ষণের মামলায় শিক্ষক গ্রেপ্তার

প্রতীকী ছবি  © টিডিসি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের নওপাড়া জামিয়া রাশিদিয়া মহিলা মাদ্রাসার এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ মামলার প্রধান আসামি মাদ্রাসার মোহতামিমকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। বৃহস্পতিবার রাতে নরসিংদীর রায়পুরা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবরারুল হক (৩৫) উপজেলার মগটুলা ইউনিয়নের নওপাড়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৪ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর রায়পুরায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের ঘটনার পর থেকেই আবরারুল হক রায়পুরায় অবস্থান করছিলেন।

এর আগে গত ২১ এপ্রিল ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে ফুসলিয়ে গাজীপুর জেলার শ্রীপুরের মাওনা এলাকায় একটি বাসায় নিয়ে যান ওই শিক্ষক। সেখানে তাকে ধর্ষণ করেন। এর দুই দিন পর ২৩ এপ্রিল ওই ছাত্রী কৌশলে সেখান থেকে পালিয়ে বাড়ি চলে আসে। এ ঘটনায় ২ মে ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উবায়দুর রহমান জানান, অভিযুক্তকে শুক্রবার র‌্যাব-১৪ হস্তান্তর করার পরেই আদালতে পাঠানো হয়েছে।