০১ আগস্ট ২০২৫, ১৯:৪৩

ঝালকাঠিতে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার দুজন  © টিডিসি

ঝালকাঠিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৫৩০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) রাতভর পরিচালিত পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। 

অভিযান পরিচালনা করেন ডিবির এসআই মো. মহিউদ্দিন আহমেদ। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন।

ডিবি পুলিশ জানায়, প্রথম দফায় রাত একটার দিকে শহরের পালবাড়ি এলাকা থেকে আব্দুল্লাহ আল জোবায়ের (২১) নামের এক যুবককে আটক করা হয়। সে ওই এলাকায় ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জোবায়ের জানান, সে পাইকারি দরে ইয়াবা কিনে খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করত। এ ছাড়া তিনি স্বীকার করেন, তার এক বন্ধু মো. তাসিন কাজীর (২৩) বাসায় ইয়াবা রেখেছেন। এর ভিত্তিতে রাতেই ডিবি পুলিশ জোবায়েরকে সঙ্গে নিয়ে শহরের কাপুরিয়া পট্টি এলাকায় তাসিনের বাসায় অভিযান চালায়। তবে রাত সোয়া ২টায় পৌঁছালেও গেট না খোলায় পুলিশ প্রায় দুই ঘণ্টা বাইরে অপেক্ষা করে। পরে ভোর ৪টার দিকে বাসার গেট খুললে ডিবি সদস্যরা জোবায়েরকে নিয়ে ফ্ল্যাটে প্রবেশ করেন।

পুলিশ জানায়, এরই মধ্যে তাসিন জানালা দিয়ে একটি পোঁটলা বাইরে ফেলে দেন। পরে জিজ্ঞাসাবাদে তাসিন নিজেই স্বীকার করেন সেটিই ইয়াবার পোঁটলা। এরপর সে বাইরে গিয়ে ফেলে দেওয়া পোঁটলাটি কুড়িয়ে এনে দেন। পুলিশ তা উদ্ধার করে এবং খুলে দেখে তাতে মোট ৫৩০টি ইয়াবা ট্যাবলেট রয়েছে। পরে জোবায়ের ও তাসিনকে গ্রেপ্তার দেখিয়ে তাদের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। গ্রেপ্তার করা আব্দুল্লাহ আল জোবায়ের পালবাড়ি এলাকার নজরুল ইসলামের ছেলে এবং তাসিন কাজী কাপুরিয়া পট্টি এলাকার কাজী আবুল কালামের ছেলে।

এ বিষয়ে ঝালকাঠি ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, ‘মাদকবিরোধী অভিযানে আমরা নিয়মিত কাজ করছি। এ ঘটনায় দুটি মামলা হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।’