০১ আগস্ট ২০২৫, ১৬:৪৩

সীমান্ত অতিক্রমকালে খাগড়াছড়িতে ভারতীয় নাগরিক আটক

ভারতীয় নাগরিক আটক  © টিডিসি ফটো

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তসংলগ্ন লোগাং বাজার এলাকা থেকে দু’টি পাঠা ছাগলসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৩১ জুলাই) তাকে বিজিবির একটি টহলদল আটক করে।

বিজিবি সূত্রে জানায়, গত ৩১ জুলাই বৃহস্পতিবার সকালে ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার রইশ্যাবাড়ি থানাধীন দেশরাই পাড়ার বাসিন্দা জেমোসিং ত্রিপুরা (৪৫) অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের লোগাং বাজার এলাকায় প্রবেশ করেন।

সীমান্তে নিয়মিত টহলের অংশ হিসেবে বৌদ্ধমনিপাড়া বিওপির আওতাধীন ৩ বিজিবির একটি টহল দল তাকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুল আলীম। এ সময় জেমোসিং ত্রিপুরার কাছ থেকে দুইটি পাঠা ছাগলও জব্দ করা হয়, যেগুলো তিনি বাংলাদেশ থেকে কিনে ভারতে ফেরার চেষ্টা করছিলেন।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজিবি হেফাজত থেকে সন্ধ্যায় আইনানুগ ব্যবস্থার জন্য পানছড়ি থানায় হস্তান্তর করা হয়।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা রুজু করা হয়েছে। আদালতের মাধ্যমে খাগড়াছড়ি জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিজিবি সূত্র জানিয়েছে, এ ঘটনায় সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং অনুপ্রবেশ রোধে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।