ময়মনসিংহে মরমী বাউল সাধক জালাল উদ্দীন খাঁর ৫৩তম প্রয়ান দিবস পালিত
ময়মনসিংহে একুশে পদকপ্রাপ্ত মরমী বাউল সাধক জালাল উদ্দীন খাঁর ৫৩তম প্রয়াণ দিবস উপলক্ষে শেষ হয়েছে তিন দিনব্যাপী জালালগীতি কর্মশালা ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান। বৃহস্পতিবার (৩১ জুলাই) নগরীর কালিঝুলি এশিয়ান মিউজিক মিউজিয়ামে ময়মনসিংহ বাউল সমিতির আয়োজনে এ কর্মশালার সমাপ্তি ঘটে।
তিন দিনব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত বাউল শিল্পী বাউল সুনীল কর্মকার। কর্মশালায় অংশ নেন বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত বাউল শিল্পীরা, যার মধ্যে ছিলেন শিশু-কিশোররাও।
কর্মশালার শেষ দিনে অংশগ্রহণকারী ক্ষুদে শিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং শ্রেষ্ঠ দুই শিক্ষার্থীকে পুরস্কৃত করেন অতিথিরা। আলোচনা পর্বে বক্তারা জালাল উদ্দীন খাঁর জীবন ও দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা জানান, বাউল সাধক জালাল উদ্দীন খাঁ তার গানগুলোকে আত্মতত্ত্ব, পরমতত্ত্ব, নিগূঢ়তত্ত্ব, লোকতত্ত্ব, দেশতত্ত্ব ও বিরহতত্ত্ব—এই ছয়টি ভাগে বিন্যস্ত করে প্রকাশ করেছেন।
লোকসংস্কৃতির এই মরমী সাধকের ‘বিশ্বরহস্য’ নামে একটি প্রবন্ধগ্রন্থও রয়েছে। ১৯৭২ সালের ৩১ জুলাই তিনি পরলোকগমন করেন।