শেরপুর সরকারি কলেজে 'জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা' অনুষ্ঠিত
শেরপুর সরকারি কলেজে বৃহস্পতিবার (৩১ জুলাই) আয়োজন করা হয় ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’। কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, পুরো আয়োজনজুড়ে ছিল উৎসাহ ও চেতনার স্পষ্ট ছাপ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন। আলোচনা সভার সভাপতিত্ব করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোতাসিম বিল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন দর্শন বিভাগের প্রভাষক মো. সবুজ।
আরও পড়ুন: ‘হারুনের ভাতের হোটেল’ বন্ধ হওয়ার দিন আজ
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শিব শংকর কারুয়া, গণিত বিভাগের বিভাগীয় প্রধান আজহারুল ইসলাম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল কাদির এবং গণিত বিভাগের সহকারী অধ্যাপক শামছুল হুদা চৌধুরী।
এছাড়াও ছাত্রসংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসাইন, ছাত্রশিবিরের প্রতিনিধি গুলফাম শেখ রুবেল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রবিউল ইসলাম।
বক্তারা বলেন, ‘জুলাই চেতনা কোনো নির্দিষ্ট ঘটনার স্মৃতি নয়, এটি একটি মূল্যবোধ, একটি আন্দোলন এবং একটি স্বপ্নের প্রতীক। এই চেতনা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন।’
অনুষ্ঠানে ‘জুলাই আন্দোলন’-এ আহত কিছু শিক্ষার্থী তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।