৩০ জুলাই ২০২৫, ২০:২৪

ঝুঁকিতে ২৫ ব্রিজ-কালভার্ট, রড কেটে নিচ্ছে মাদকাসক্তরা

যশোরের মনিরামপুর উপজেলার একটি ব্রিজের বেহাল দশা  © টিডিসি

যশোরের মনিরামপুর উপজেলার অন্তত ২৫টি ব্রিজ-কালভার্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কোনো কোনো কালভার্টের রেলিংয়ের লোহার রড কেটে নিচ্ছে মাদকাসক্তরা। সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। 

 মনিরামপুরে বিভিন্ন ব্রিজ ও কালভার্টের রেলিংয়ের লোহার রড চুরি করে নিচ্ছে মাদকাসক্তরা। পৌর এলাকা ও উপজেলার অন্তত ২৫টি ছোট ব্রিজ ও কালভার্ট বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কোথাও রেলিং ভেঙে গেছে, কোথাও বা পাটাতনে বড় গর্ত তৈরি হয়েছে। ফলে পথচারীদের চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে। দ্রুত সংস্কার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ৩০ বছর আগে মনিরামপুর পৌরসভার হরিহর নদীর ওপর চলাচলের জন্য ৩টি ছোট ব্রিজ নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকে এসব ব্রিজে আর কোনো সংস্কার কাজ হয়নি। ভারি যানবাহন চলাচলের উপযোগী না হলেও নিয়মিত তা চলাচল করছে। 

এদিকে উপজেলার প্রায় ২৫টি ব্রিজ-কালভার্ট চলাচল অনুপযোগী হলেও নিয়মিত ছোট-বড় যান চলাচল করছে। রেলিং ভেঙে পড়ায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে ইজিবাইক, মোটরসাইকেল আরোহীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজ-কালভার্টের রড কেটে নিয়ে যাচ্ছে মাদকাসক্তরা। তারা স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে মাদক গ্রহণ করছে। শুধু যশোরের পৌর এলাকা নয়, কুমারসীমা গ্রামের মুক্তেশ্বরী নদীর ব্রিজ, সোনাডাঙ্গা গ্রামের কালভার্ট, বাগডোবসহ অন্যান্য এলাকার  পুরাতন ব্রিজ-কালভার্টেরও একই দৃশ্য। এসব ব্রিজে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা। 

স্থানীয় বাসিন্দা আসলাম উদ্দীন, সাইফুল ইসলাম, বিদ্যুৎ কুমার ও ছলেমান বলেন, ‘নেশাগ্রস্তরা ব্রিজ-কালভার্টের রেলিংয়ের লোহার রড কেটে নিয়ে যাচ্ছে। দ্রুত সংস্কার না হলে, বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে মনিরামপুর পৌরসভার প্রকৌশলী উত্তম কুমার মজুমদার বলেন, ‘বিষয়টি আমাদের জানা ছিল না। সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মনিরামপুর উপজেলা প্রকৌশলী মো. ফয়সাল আহম্মেদ বলেন, ‘উপজেলার বিভিন্ন এলাকার ১২টি ব্রিজ পুনর্নির্মাণ প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’