২৯ জুলাই ২০২৫, ২০:০৪

নেত্রকোনায় ৫৫ মেধাবী শিক্ষার্থীকে ‘এসইডিপি’র পুরস্কার বিতরণ

শিক্ষার্থীকে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে  © টিডিসি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (এসইডিপি) পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। 

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে কেন্দুয়া পৌরশহরের সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) স্বপ্না রানী সরকারের সভাপতিত্বে ও সাবেরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান বাঙ্গালীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী ও উপজেলা একাডেমিক সুপারভাইজার শামীমা আক্তার। 

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কবীর চৌধুরী, রোয়াইল বাড়ি ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আলী উসমান, সায়মা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ভূইয়া, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক রাখাল বিশ্বাস, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জীবন প্রমুখ। 

অনুষ্ঠানে এসইডিপি কর্তৃক উপজেলার কলেজ, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ৩০ মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের ২৫ হাজার ও স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের ১০ হাজার করে টাকা তুলে দেওয়া হয়।