২৬ জুলাই ২০২৫, ১৯:১১

অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা সিএনজি চালকদের

সিএনজি চালকদের বিক্ষোভ  © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশা মালিক ও শ্রমিকদের যৌথ সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ’ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে। আজ শনিবার (২৬ জুলাই) জেলা শহরে সংগঠনটির কার্যালয়ে এক জরুরি সভায় এ ঘোষণা দেওয়া হয়। রবিবার (২৭ জুলাই) থেকে এ কর্মবিরতি শুরু হবে বলে জানানো হয়।

সংগঠনের নেতারা জানায়, সড়কে ট্রাফিক পুলিশের লাগাতার হয়রানি, অতিরিক্ত অর্থ দাবি, বিনা কারণে গাড়ি জব্দ এবং লাইসেন্স সংক্রান্ত দুর্নীতির প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ ও অহিংস পদ্ধতিতে চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলমান থাকবে।

তাদের অভিযোগ ট্রাফিক পুলিশকে ঘুষ না দিলে মামলা ও জরিমানার ভয় দেখিয়ে হয়রানি করা হচ্ছে। বর্তমানে প্রায় ১০০টিরও বেশি সিএনজি অটোরিকশা জব্দ রয়েছে।

এ ছাড়াও, বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্সে ভোগান্তি পোহাতে হচ্ছে। সিএনজি লাইসেন্স কার্যক্রমও বন্ধ রয়েছে, ফলে মালিক-চালকরা আইনি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তাদের।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন সভাপতি হেবজুল করিম এবং সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজি চালিত অটোরিকশা পরিবহন মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন, মো. বাহার চৌধুরী বীর মুক্তিযোদ্ধা ও কার্যকরী সভাপতি, জেলা সিএনজি মালিক সমিতি, মো. স্বপন মিয়া সাধারণ সম্পাদক জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন, আক্তারুজ্জামান যুগ্ম সাধারণ সম্পাদক, মো. কাদ্দুছ মিয়া সাধারণ সম্পাদক জেলা মালিক সমিতি, মো. আব্দুল্লাহ ও মো. সেলিম মিয়া কাউতলী মালিক সমিতি, মো. মহসিন মিয়া সাধারণ সম্পাদক লালপুর মালিক সমিতিসহ জেলার বিভিন্ন উপজেলার নেতারা।