২৪ জুলাই ২০২৫, ১২:৪২
হালচাষ দিতে গিয়ে বজ্রপাতে পাওয়ার টিলার চালকের মৃত্যু
শেরপুরের নকলা উপজেলায় হালচাষ দিতে গিয়ে বজ্রপাতে সুজন মিয়া (২০) নামে এক পাওয়ার টিলার চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পলাশকান্দি গ্রামের মোজাকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সুজন একই গ্রামের ফয়জল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর থেকে নিজ জমিতে আমন ধান রোপণের জন্য পাওয়ার টিলার দিয়ে হালচাষ করছিলেন সুজন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলেও তিনি কাজ চালিয়ে যান। সকাল সাড়ে ৭টার দিকে হালচাষরত অবস্থায় হঠাৎ তার ওপর বজ্রপাত হলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুজনের অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।