বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১১
ঝিনাইদহের মহেশপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত উপজেলা কমিটি ও জেলা কমিটির সাবেক নেতাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে উপজেলার শিক্ষক সমিতি ভবনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নবগঠিত কমিটির সঙ্গে সাবেক নেতাদের সৌজন্য সাক্ষাতের সময় হঠাৎ বাপ্পি গ্রুপ সেখানে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে অন্তত ১১ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।
এ বিষয়ে ঝিনাইদহ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু হুরায়রা এবং সদস্য সচিব সাইদুর রহমান বলেন, ‘শান্তিপূর্ণ মিটিং চলাকালীন সময়ে বাপ্পি গ্রুপের নেতৃত্বে ছাত্রলীগের ১৫-২০ জন সন্ত্রাসী অতর্কিতে হামলা চালায়। এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান সাজু জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনো পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।