১৯ জুলাই ২০২৫, ২১:৩৭
মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজশিক্ষার্থীর মৃত্যু
চট্টগ্রামের মিরসরাইয়ে নির্মাণাধীন ঘরের জন্য মোটরে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহরিয়ার আকিব (২৪) নামের এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ জুলাই) দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার জোরারগঞ্জ থানার ওচমানপুর ইউনিয়নের গিনাজি ভূঞা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহরিয়ার চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি একই গ্রামের বাসিন্দা, প্রয়াত আব্দুল আজিজের বড় ছেলে।
শাহরিয়ারের ছোট ভাই আদর বলেন, ‘আমাদের বাড়িতে নির্মাণকাজ হচ্ছিল। ভাই মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। আমি আর মা মিলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিই, কিন্তু তখন আর কিছুই করার ছিল না।’