১৯ জুলাই ২০২৫, ২০:৫৩

খুলনায় বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যু

নিহত ব্যক্তির মরদেহ ঘিরে আছেন কয়েকজন  © সংগৃহীত

খুলনায় বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় খুলনা মহানগরী পূজা খোলা এলাকার তোতা মিয়ার হোটেলে ঘটে এ ঘটনা।

মৃত ব্যক্তিরা হলেন বয়রা সেরের বাজার মোড়ের বাসিন্দা আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার বাসিন্দা আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের বাসিন্দা গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯) এবং তোতা (৬০)।

এদিকে খালিশপুরের বাসিন্দা সনুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার অপারেশন অফিসার এসআই আবদুল হাই বলেন, দুপুরে বয়রা এলাকায় তোতা মিয়ার হোটেলে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা সেখানে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাদের কয়েকজনকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ওখানে কয়েকজন মারাও যায়। মারা গেলে পরিবারের সদস্যরা তাদের বাড়িতে নিয়ে যায়। সনু নামের এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসাপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ঘটনার পরপর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।