গোপালগঞ্জে কারফিউ বাড়ল
গোপালগঞ্জে চলমান কারফিউয়ের সময় বাড়ানো হয়েছে। শনিবার রাত ৮টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ চলমান থাকবে।
আজ শনিবার (১৯ জুলাই) বিকাল পৌনে ৫টায় জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য দেয়া হয়। তবে আজ সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকলেও শহরে জনসমাগম কম।
আদেশে বলা হয়, আগামীকাল সকাল ৬.০০ ঘটিকা হতে আগামীকাল রাত ৮.০০ ঘটিকা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হলো। তবে শিক্ষা প্রতিষ্ঠান ও পাবলিক পরীক্ষাসমূহ এর আওতামুক্ত থাকবে।
উল্লেখ্য, বুধবার (১৬ জুলাই) জুলাইয়ের পদযাত্রার অংশ হিসেবে এনসিপির আয়োজন করা সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। আওয়ামী লীগের কর্মীদের হামলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একাধিকবার সংঘর্ষের ফলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
প্রায় ৫ ঘণ্টাব্যাপী চলা ওই সংঘর্ষে অন্তত চারজন নিহত হন। পরে আহতদের মধ্যে একজন বৃহস্পতিবার রাতে হাসপাতালে মারা যান। ওই দিন সংঘাত চলাকালে পুলিশ সুপারের কার্যালয়ে আটকা পড়া এনসিপির কেন্দ্রীয় নেতারা পরে সেনাবাহিনীর সাঁজোয়া যান ব্যবহার করে গোপালগঞ্জ ত্যাগ করেন।
এ ঘটনার প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট ১৪৪ ধারা জারি করেন। এরপর বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছিল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার বিরতি দিয়ে কারফিউ কার্যকর থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। এরপর বিকেলে গোপালগঞ্জ জেলা প্রশাসন জানায়, কারফিউয়ের সময়সীমা বাড়িয়ে শনিবার সকাল ৬টা পর্যন্ত করা হয়েছে। সর্বশেষ রাত ১১টার দিকে জানানো হয়, শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।