বজ্রপাত রোধে নাসিরনগরে রাস্তার পাশে তালের চারা রোপণ
বজ্রপাতজনিত প্রাণহানি রোধে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হাওর এলাকার সড়কের পাশে তালের চারা রোপণ কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা কৃষি বিভাগ। এরই অংশ হিসেবে সোমবার (১৪ জুলাই) কুন্ডা ইউনিয়নের চৈয়ারকুড়ি বেড়িবাঁধ সড়কের পাশে চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
বজ্রপাতে প্রানহানির মত ভয়াবহতা রোধের উদ্দেশে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হাওর অঞ্চলের বিভিন্ন রাস্তার পাশে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে তালের চারা রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে ।
১৪ জুলাই (সোমবার) উপজেলার কুন্ডা চৈয়ারকুড়ি বেড়িবাঁধ রাস্তার পাশে তালের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউস সারোয়ার, কুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন বলেন, এই কর্মসূচির আওতায় নাসিরনগর উপজেলার ৬টি রাস্তার পাশে ২৫০টি তালের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সাম্প্রতিক কয়েক বছরে নাসিরনগর উপজেলায় প্রাকৃতিক দুযোগের মধ্যে সবচেয়ে বেণি প্রাণহানির ঘটনা ঘটেছে বজ্রপাতে। গত ১১ মে উপজেলার টেকানগর গ্রামে বজ্রপাতে একসঙ্গে তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছিল।