শিশুকে অপহরণের পর গলাকেটে হত্যা, ঘাতক যুবক গ্রেপ্তার
আশুলিয়ায় অপহরণের পর জীবন (১২) নামের এক শিশুকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ঘাতক রাব্বানীকে (১৯) গ্রেপ্তার ও লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ছুরিও। রোববার (১৩ জুলাই) দুপুর দেড়টায় আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম, অপস ও ট্র্যাফিক (উত্তর) আরাফাতুল ইসলাম।
নিহত জীবন আশুলিয়ার কাঠগড়া এলাকার মজিবর শেখের ছেলে। গ্রেপ্তার রাব্বানী নওগাঁর মান্দা উপজেলার ছুতিপুর এলাকার মিলন মোল্লার ছেলে। সে আশুলিয়ার কাঠগড়া এলাকায় থেকে মাঝে মাঝে নির্মাণ শ্রমিকের কাজ করতো।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, গেল ১০ জুলাই বিকেল ৪ টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে অপহরণের শিকার হয় জীবন। পরে তার বাবার মুঠোফোনে মুক্তিপণ দাবি করে অপহরণকারী। পরের দিন ১১ জুলাই রাত ১১ টার দিকে জীবনের বাবা আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
পরে তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘাতক রাব্বানীকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে আশুলিয়ার কাঠগড়া গলাকাটা মোড় এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এসময় উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত ছুরি ও একটি মোবাইল ফোন।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, কথা কাটাকাটির জের ধরেই জীবনকে অপহরণ এবং পরে গলাকেটে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে গ্রেফতার রাব্বানী।
সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হাননান, ওসি অপারেশন সফিকুল ইসলাম সুমন সহ সাভার ও আশুলিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা।