টঙ্গীতে জমজমাট মাদকচক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকার মাদকের জমজমাট কারবার বহুদিনের অভিযোগ। এই এলাকাকে ঘিরেই গড়ে উঠেছে একাধিক মাদক চক্র, যার প্রভাব স্থানীয় জনজীবনেও স্পষ্ট। এই চক্রেরই একজন সক্রিয় সদস্য শুক্কুর আলী (৩০) অবশেষে ধরা পড়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) হাতে।
বুধবার (৯ জুলাই) বেলা ১১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) একটি বিশেষ টিম এরশাদনগরের ১ নম্বর ব্লকে অভিযান চালিয়ে শুক্কুর আলীকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট।
গ্রেপ্তারকৃত শুক্কুর আলী এরশাদনগরের বেরিবাঁধ এলাকার সেলিম মিয়ার ছেলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, সে একাধিক মাদক ও ছিনতাই মামলার পলাতক আসামি ছিল।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। প্রথমে শুক্কুরের দেহ তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তার বাসায় অভিযান চালিয়ে আরও ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন বলেন, ‘শুক্কুর আলী দীর্ঘদিন ধরে এরশাদনগরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’
ডিএনসি জানায়, গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং এই অভিযান আরও বর্ধিত করা হবে। তবে এলাকাবাসী মনে করেন, শুধু অভিযান নয়, মাদকচক্রের পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনা এবং কার্যকর মানসম্মত মাদক পুনর্বাসন কেন্দ্র স্থাপনই হতে পারে টেকসই সমাধানের পথ।