বাগেরহাটে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
বাগেরহাটে বৃষ্টিকে উপেক্ষা করে ছয় দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বাগেরহাট সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
৬ দফা দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের ঘোষণার ভিত্তিতে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন বাগেরহাট জেলা শাখার সভাপতি এম আসলাম হুসাইন ফরাজী, সাধারণ সম্পাদক কে এম মাসুদ হোসাইন, স্বাস্থ্য সহকারী রবিউল, সাইফুন্নাহার, পার্থ, জাহিদ, রিয়াজুল, রফিক প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, স্বাস্থ্য সহকারীরা ১৬তম গ্রেডে চাকরিতে প্রবেশ করে এখনো সেই গ্রেডেই রয়েছেন। অথচ তারা যেসব দায়িত্ব পালন করেন, সেগুলো টেকনিক্যাল প্রকৃতির। তাই তাদের পদমর্যাদা টেকনিক্যাল হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে এবং সেই অনুযায়ী গ্রেড উন্নীত করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিনের বেতন বৈষম্য নিরসনের দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।
আরও পড়ুন: যেভাবে সমুদ্রে তলিয়ে গেলেন চবির ৩ শিক্ষার্থী, জানালেন বেঁচে ফেরা ২ বন্ধু
স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে স্নাতক (বিজ্ঞান) শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করে ১৪তম গ্রেডে নিয়োগ; ইন সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদাসহ ১১তম গ্রেডে উন্নীতকরণ; ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেডে পদোন্নতির নিশ্চয়ত ‘ আগের নিয়োগবিধি অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের স্নাতক পাস স্কেলে আত্মীকরণ; টাইম স্কেল ও উচ্চতর গ্রেড প্রাপ্তির হিসাব নতুন স্কেলের সাথে যোগ ও আগে সম্পন্ন করা ইন সার্ভিস ডিপ্লোমা (এসআইটি) কোর্সধারীদের ডিপ্লোমাধারী হিসেবে স্বীকৃতি।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ স মো. মাহবুবুল আলম বলেন, স্বাস্থ্য সহকারীদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। মন্ত্রণালয় থেকে যেভাবে নির্দেশনা আসবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।