চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবা-ছেলের

০২ জুলাই ২০২৫, ১০:০৯ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৩:৩০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) বেলা দেড়টার দিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কদ্দিপাঁচগাঁও গ্রামে এমন মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন তপদারবাড়ির বাসিন্দা মৃত খালেক তপদারের ছেলে আবদুর রব তপদার (৬০) ও তার ছেলে সায়েম তপদার (২৩)।

স্থানীয়রা বাসিন্দা মেহেদী হাসান নিরব ও শাহআলম খান সুমন বলেন, আবদুর রব ও তার ছেলে সায়েম বাড়ির কাছে রেললাইনের পাশের বিলে পাট জাগ দিতে যান। পার্শ্ববর্তী আকতার তপদারের দোকানে নেওয়া বিদ্যুতের সাইড লাইনের তার ছিঁড়ে পানিতে পড়ে ছিল। একপর্যায়ে ওই ছেঁড়া তারে আবদুর রব তপদার জড়িয়ে স্পৃষ্ট হলে ছোট একটি মেয়ে তার ছেলে সায়েমকে বলে। পরে বাবার উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরবর্তী সময়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে নিহত আবদুর রবের শ্যালক শাহ আলম বলেন, ‘আমার বোনের জামাই ও ভাগিনা পাট জাগ দিতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। পারিবারিক সিদ্ধান্তে নিতদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।

নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্…
  • ০১ জানুয়ারি ২০২৬
পদত্যাগের আগেই এনসিপির গ্রুপ থেকে বের করে দেয়া হয় তাসনিম জা…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘এর চেয়ে বিকট আওয়াজ আর আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায়’
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বছর শেষে দুঃসংবাদ পেলেন এমবাপে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
মেট্রো স্টেশনের প্লাটফর্মেও খালেদা জিয়ার জানাজা আদায় করলেন …
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবেন : মাসুদ সাঈদী
  • ৩১ ডিসেম্বর ২০২৫