কুয়াকাটায় অতিরিক্ত মদ্যপানে পর্যটকের মৃত্যু
পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বেড়াতে এসে অতিরিক্ত মদ্যপানে মো. সাজিদুল ইসলাম (১৭) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। রবিবার (২৯ জুন) বেলা ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত সাজিদুল নেত্রকোনা জেলার বাসিন্দা। তিনি ঢাকায় একটি খাবার হোটেলে ওয়েটার হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ জুন) সাজিদুল তার বন্ধু হাবিবকে সঙ্গে নিয়ে কুয়াকাটায় আসেন এবং হোটেল স্কাই ভিউয়ের ৪০৮ নম্বর কক্ষে ওঠেন। ওই রাতেই অতিরিক্ত মদ্যপান করেন সাজিদুল। পরদিন শনিবার (২৮ জুন) সকালে তিনি তীব্র পেট ব্যথায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ এনে খাওয়ানো হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু হাবিব তাকে সেখানে না নিয়ে আবারও হোটেলে ফিরিয়ে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে সকাল ১১টার দিকে তাকে পুনরায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে হাবিব বলেন, ‘প্রাথমিক চিকিৎসার পর সাজিদুল বলেছিল সে মোটামুটি ভালো আছে এবং ঘুমালে ঠিক হয়ে যাবে। তাই হোটেলে ফিরিয়ে নিয়েছিলাম।’
কুয়াকাটা হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার চিকিৎসক মো. রিয়াজ হোসেন বলেন, ‘সকালে সাজিদুলকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হলেও হোটেলে ফিরিয়ে নেওয়া হয়। পরে ফের হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।’
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’