২৮ জুন ২০২৫, ১২:০৫

গোরখোদক মনু মিয়া আর নেই

মনু মিয়া  © সংগৃহীত

জীবনের অর্ধশতক ধরে নিঃস্বার্থভাবে মাটি খুঁড়ে মানুষের শেষ আশ্রয় তৈরি করে যাওয়া সেই মনু মিয়া এবার নিজেই চিরনিদ্রায় শায়িত হলেন। শনিবার (২৮ জুন) সকাল ১০টা ২০ মিনিটে কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্দি ইউনিয়নের আলগা পাড়া গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বাহাউদ্দিন ঠাকুর তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

মাত্র ১৮ বছর বয়সে কবর খোঁড়ার কাজ শুরু করেছিলেন মনু মিয়া। এরপর ৪৯ বছর ধরে নিজের হাতে খুঁড়েছেন ৩ হাজার ৫৭টি কবর—সবই বিনা পারিশ্রমিকে। অর্থ নয় কাজটি ছিল তার কাছে আত্মিক দায়িত্ব, মানুষের মর্যাদাপূর্ণ বিদায়ের জন্য নিঃশব্দ এক সেবা।

দূরবর্তী এলাকায় কারও মৃত্যু সংবাদ পেলেই তিনি ছুটে যেতেন কবর খুঁড়তে। যাতায়াত সহজ করতে নিজের ধানিজমি বিক্রি করে কিনেছিলেন একটি ঘোড়া। সেই ঘোড়ায় চড়ে, প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে নিয়ে ছুটতেন এক গ্রাম থেকে আরেক গ্রামে।

মনু মিয়া ছিলেন নিঃস্বার্থতার প্রতীক, নীরব এক সমাজসেবক। তার হাতে হাজারো মানুষ পেয়েছেন শান্তির চিরঘর। মৃত্যুর শেষ প্রহরে তিনিও ফিরলেন নিজের জন্য গড়া সেই পথে—সম্মানের সঙ্গে, নিঃশব্দে।