২৭ জুন ২০২৫, ১৭:৩৭

কুড়িগ্রামে রথযাত্রা উদযাপন

রথযাত্রা উদযাপন করেন সনাতন ধর্মালম্বীরা  © টিডিসি ফটো

কুড়িগ্রামে হিন্দু সনাতন ধর্মালম্বীদের বড় ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা সুষ্ঠুভাবে উদ্‌যাপিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) বিকেলে জেলা শহরের পুরাতন পোস্ট অফিস পাড়া হতে রথযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সেনা সূত্রে জানা গেছে, রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধিনস্থ বিজয়ী বাইশ কুড়িগ্রাম জেলায় নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করেছে। হিন্দু ধর্মাবলম্বীদের উদ্‌যাপিত রথযাত্রায় যেকোনো নিরাপত্তা দিতে সেনাবাহিনী নিয়োজিত রয়েছে। ২৭ জুন হতে ৫ জুলাই পর্যন্ত যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য সেনাবাহিনী সার্বক্ষণিক নিয়োজিত থাকবে বলে জানা গেছে। 

রথযাত্রায় আসা সুজন মোহন্ত বলেন, ‘অন্যান্য বছরের চেয়ে এ বছর কোনো ধরনের ঝামেলা ছাড়ায় নির্বিঘ্নে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে রথযাত্রা উদ্‌যাপন করতে পারলাম। এ যাত্রায় সকলের মঙ্গল হোক এ প্রার্থনা করছি।’