গাজীপুর মহানগর ছাত্রদল সভাপতির ‘অশালীন’ ভিডিও ঘিরে তোলপাড়
গাজীপুর মহানগর ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি ঘিরে একের পর এক বিতর্ক যেন থামছেই না। কমিটি ঘোষণার পর থেকেই দলীয় অভ্যন্তরে শুরু হয়েছে নানা অসন্তোষ ও বিক্ষোভ। এরই ধারাবাহিকতায় ঝাড়ু মিছিল, শহর সেক্রেটারির ওপর নিজ দলীয় নেতাকর্মীদের হামলা এবং দলীয় বিভাজনের অভিযোগে উত্তাল হয়ে ওঠে স্থানীয় রাজনীতি।
এবার নতুন করে যোগ হয়েছে আরও বড় একটি বিতর্ক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে মহানগর ছাত্রদল সভাপতির একটি ভিডিও কল রেকর্ড, যেখানে তাকে এক তরুণীর সঙ্গে অশালীন ও অনভিপ্রেত ভাষায় কথা বলতে দেখা যায়। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা ঘিরে নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষজনের মধ্যে তৈরি হয় তীব্র প্রতিক্রিয়া।
তৃণমূল পর্যায়ের ছাত্রদল নেতাকর্মীরা বিষয়টিকে ‘নৈতিক অবক্ষয়ের চরম উদাহরণ’ হিসেবে উল্লেখ করে সামাজিক মাধ্যমে ক্ষোভ ঝাড়ছেন। কেউ কেউ লিখেছেন, ‘যদি মহানগর ছাত্রদলের সভাপতি এ ধরনের চরিত্রের হন, তাহলে স্কুল-কলেজের ছাত্রীরা আদৌ কতটা নিরাপদ?’— এমন উদ্বেগ প্রকাশ করছেন অনেকেই।
তারা অবিলম্বে দলীয়ভাবে তদন্ত করে সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। দলের ভাবমূর্তি রক্ষায় শীর্ষ নেতৃত্বকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন দলের ভেতর এবং বাইরের সংশ্লিষ্ট মহল।
ভাইরাল হওয়া ভিডিওটির ব্যাপারে জানতে চাইলে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বলেন, ‘বিষয়টি আমিও শুনলাম। গতকাল রাত থেকে আমার আইডি সবকিছু হ্যাক করা হয়েছে। কমিটি কেন্দ্রিক ইস্যু করে কিছু কিছু প্রার্থীরা এবং কিছু স্বার্থান্বেসীমহল ও আওয়ামীমহলের এজেন্ড তারা আমার বিরুদ্ধে কুরুচীপূর্ণ অডিও বা ভিডিও যেটি ভাইরাল করছে। আমি হোয়াটসঅ্যাপে কথা বলেছি, আমার দলীয় নেতাকর্মীদের সাথে, কে বা কারা একটা মেয়ের সাথে ভিডিও এডিট করে এটা করেছে। এটা সম্পূর্ণ ফেইক। এই মেয়েকে আমি চিনি না। সে আমাদের দলের কোন নেতাকর্মীও না।’