২২ জুন ২০২৫, ১৯:৫৪

আন্তঃজেলা বাস চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার  © টিডিসি ফটো

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় চুরি হওয়া বাসসহ আন্তঃজেলা বাস চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ জুন) বিকালে ফুলবাড়ীয়া থানার অফিসার রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন- ফুলবাড়ীয়া পৌরসভার উজান পাড়ার হাসমত আলী ছেলে শাহাদাত হোসেন (২২), লক্ষীপুরের রায়পুরের মধ্যপূর্ব চরবংশী গ্রামের শফিউল্লাহ ভুঁইয়ার ছেলে আরিফ ইসলাম নিলয় (২০)।

জানা যায়, গত শনিবার (২১ জুন) পৌর সদরের মিলেনিয়াম ফিলিং স্টেশন থেকে বাসটি চুরি হয়। গাড়ির মালিক সিরাজুল ইসলাম সুরুজের অভিযোগের ফুলবাড়ীয়া থানা পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে চুরি হওয়া বাসসহ চোরদের গ্রেফতার করে। 

চুরি হওয়া বাস— আলম এশিয়া, বাস নং- ময়মনসিংহ-ব-১১-০১৩৪; যার মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকাসহ গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে বলে জানান ঐ কর্মকর্তা।