২১ জুন ২০২৫, ১৯:২২

শিয়াল ধরার বিদ্যুতায়িত ফাঁদে প্রাণ গেল বৃদ্ধের

প্রতীকী ছবি  © সংগৃহীত

ভোলার লালমোহনে শিয়াল ধরার উদ্দেশ্যে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে নুরুল ইসলাম চৌকিদার (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুন) উপজেলার বদরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। 

 বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম। 

নিহতের ছেলে জসিম জানান, শনিবার ভোরে মাছ ধরার জন্য তার বাবা বাড়ির পাশের জমিতে যান। সকালে পরিবারের সকলে মিলে একসঙ্গে খাওয়ার কথা ছিল। সে অনুযায়ী সকাল ৭টার দিকে বাবাকে খুঁজতে বের হন তিনি। তখনই মুরগির খামারের পাশের জমিতে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় বাবার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। 

তিনি বলেন, বাইরে গিয়ে দেখি পাশের ইফান হাজীর মুরগির খামার থেকে বিদ্যুতের তার জমিতে পড়ে আছে। গিয়ে দেখি আমার বাবা তারে জড়িয়ে পড়ে আছেন। চিৎকার শুনে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে এলে ইফান লাইন বন্ধ করে দ্রুত সটকে পড়ে। আমরা এই ঘটনার বিচার চাই। 

স্থানীয় বাসিন্দা জাকির তালুকদার ও ফয়েজ হাওলাদার বলেন, ইফানকে বহুবার বলেছি—বাইরে তার দিয়ে রাখবেন না। কিন্তু তিনি কারো কথা কানে নেননি, যার পরিণতিতে আজ একজন মানুষের প্রাণ গেল।

ঘটনার পর ইফান হাজীর মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বর বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।