খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর
ফেনীর ছাগলনাইয়ায় সেপটিক ট্যাংক থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ জুন) রাতে পৌরসভার পশ্চিম ছাগলনাইয়ার সাত মন্দির রোড এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। খেলার সময় অসাবধানতাবশত তারা ভবনের সেপটিক ট্যাংকে পড়ে যায় এবং সেখানেই তাদের মৃত্যু হয়।
দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেন ছাগলনাইয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন রাশেদ।
নিহত দুই শিশু হলো—ফয়সাল ফারাবী (৯) ও সাখাওয়াত হোসেন (৮)। তাদের মধ্যে ফয়সাল পাঠাননগর ইউনিয়নের পূর্ব শিলুয়া গ্রামের কাতারপ্রবাসী ইকবাল হোসেনের ছেলে এবং সাখাওয়াত ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর গ্রামের দুবাইপ্রবাসী সামছুল হকের ছেলে। তারা পরিবারসহ সাত মন্দির রোড এলাকার শেখ ভবনে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, শিশু দুইটি খেলার জন্য বাসা থেকে বের হয় এবং পাশের নির্মাণাধীন ভবনে যায়। ধারণা করা হচ্ছে, খেলার সময় অসাবধানতাবশত তারা ভবনের সেপটিক ট্যাংকে পড়ে যায় এবং সেখানেই তাদের মৃত্যু হয়।
এ বিষয়ে ছাগলনাইয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন রাশেদ বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।