ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে খালে পড়েছে © টিডিসি ফটো
পিরোজপুরের ইন্দুরকানিতে কয়লাবোঝাই একটি ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ার ঘটনা ঘটেছে। এতে করে কলারন-সন্ন্যাসী-মোড়লগঞ্জ-পিরোজপুর সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
শুক্রবার (২০ জুন) চন্ডিপুর ইউনিয়নের কলারন সন্ন্যাসীর মালবাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, ভোরের দিকে প্রায় ২৭ টন কয়লাবোঝাই একটি ট্রাক পারাপারের সময় বেইলি ব্রিজটি ভেঙে যায়। এতে করে ইন্দুরকানি, কলারন সন্ন্যাসী হয়ে মোড়েলগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ আছে।