১৭ জুন ২০২৫, ১৬:২৪

‘জয় বাংলা’ স্লোগানসহ চিরকুট ও বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক

চিরকুট ও বোমা সদৃশ বস্তু  © সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামে একটি চিরকুটসহ বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) সকালে ভবানীপুর ক্যাম্প পুলিশের একটি দল চরগোয়াল গ্রামের ঘাটপাড়ায় আলতাব হোসেনের মুদি দোকানের সামনের সড়ক থেকে বস্তুটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

এক পৃষ্ঠার চিরকুটটিতে ‌‌‘জয় বাংলা’ স্লোগানের পাশাপাশি কয়েকজনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সবাইকে প্রস্তুত থাকতে এবং শেল্টার দিতে আহ্বান জানানো হয়েছে। 

এ ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।

আরও পড়ুন: নতুন আত্মঘাতী ড্রোন ‘শাহেদ-১০৭’ উন্মোচন করল ইরান

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু সড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ বস্তু ও হুমকিসহ একটি চিরকুট উদ্ধার করে। কারা এই বস্তু রেখে এলাকায় ভীতির পরিবেশ তৈরি করতে চায়, তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।