১৪ জুন ২০২৫, ০৯:০৭

ভোরের আলো ফোটার আগেই একসঙ্গে প্রাণ হারালেন ৫ জন

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষ  © সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে যাত্রীবাহী বাসের সজোরে ধাক্কায় প্রাণ গেছে পাঁচজনের। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। শনিবার (১৪ জুন) ভোররাত ৩টার দিকে উপজেলার নূরজাহানপুর এলাকায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে এখন পর্যন্ত দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন তামান্না আক্তার (২২), পিতা হাসেম আলী ও আমিনুল ইসলাম (৩৫)। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আতাউর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাবিল পরিবহনের একটি বাস দ্রুতগতিতে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।