১১ জুন ২০২৫, ২২:০৪

শিক্ষার মানোন্নয়নে কাজ করবে রাফা ফাউন্ডেশন 

রাফা ফাউন্ডেশন  © টিডিসি

শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন আনাসহ আগামীর প্রজন্মকে উচ্চশিক্ষার পাশাপাশি সরকারি-বেসরকারি উচ্চ পদে চাকরির জন্য প্রস্তুত করা এবং অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর লক্ষ্যে ফেনী সদর উপজেলায় আত্মপ্রকাশ করেছে একটি অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক সংগঠন ‘রাফা ফাউন্ডেশন’।

বুধবার (১১ জুন) ফেনী সদরের ছনুয়া উচ্চ বিদ্যালয়ে সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

রাফা ফাউন্ডেশনের প্রথম কার্যকরী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সহযোগী অধ্যাপক ড. শামসুদ্দিন ফরহাদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট নুর হোসেন।

এছাড়া সহ-সভাপতি মনোনীত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের মনোবিজ্ঞান বিভাগের এসসিপিএস ডা. সারওয়ার জাহান তুহিন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওশেনোগ্রাফি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী জহিরুল ইসলাম জনি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জানে আলম।

কোষাধ্যক্ষ হয়েছেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আরিফুল ইসলাম সানি এবং অফিস সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন স্থপতি জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. শামসুদ্দিন ফরহাদ এবং সঞ্চালনায় ছিলেন নুর হোসেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. মনিরুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মো. সাইফুল ইসলাম সাইফ, অতিরিক্ত পুলিশ সুপার (এপিবিএন) মো. ফখরুল ইসলাম, আইবিবিএল সোনাগাজী শাখার ম্যানেজার মনসুর আহমদ, বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন মো. ফাইজুল ইসলাম, তাকাফুল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শাখা প্রধান নূরুল ইসলাম মনির এবং উত্তর ফাজিলপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. ইমরান।

আইবিবিএলের ম্যানেজার মনসুর আহমদ বলেন, ‘ফেনী অঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এ ধরনের ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তরুণদের উচ্চশিক্ষায় আগ্রহী করে তোলা এখন সময়ের দাবি।’

অতিরিক্ত পুলিশ সুপার (এপিবিএন) মো. ফখরুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে এমন উদ্যোগ সমাজের জন্য অত্যন্ত ইতিবাচক। এটি দীর্ঘস্থায়ী হলে দেশ ও সমাজ উভয়ের উন্নয়ন ত্বরান্বিত হবে।’

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মো. সাইফুল ইসলাম সাইফ বলেন, ‘আমি ছনুয়া স্কুলের প্রাক্তন শিক্ষার্থী। আমি বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত, কিন্তু এ স্কুল থেকে আর কেউ এখনো সেনাবাহিনীতে আসেনি – এটি হতাশাজনক। ভালো ও শিক্ষিত মানুষদের মধ্যে সংযোগ ও নেটওয়ার্কিং অত্যন্ত জরুরি।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. মনিরুল ইসলাম বলেন, ‘আমরা ছোটবেলা থেকেই বেসিক সায়েন্স ও সাধারণ জ্ঞান শিখেছি, ফলে পরে আমাদের খুব একটা চাপ নিতে হয়নি। আমি চাই এই ফাউন্ডেশন শিক্ষার্থীদের প্রাথমিক জ্ঞান অর্জনের পথ সহজ করবে। পনেরো বছরের শিক্ষা এক বছরে শেখা সম্ভব নয়।’

সভাপতির বক্তব্যে ড. শামসুদ্দিন ফরহাদ বলেন, ‘এ অঞ্চলের হাজার হাজার শিক্ষার্থী তথ্যের অভাবে পড়ালেখা থেকে ঝরে পড়ছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নেটওয়ার্কিং ও মোটিভেশনের মাধ্যমে আমরা উচ্চশিক্ষার পথকে সুগম করতে চাই।’