জামায়াত মনোনীত এমপি প্রার্থীর ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা, আহত ২
চাঁদপুর-১ (কচুয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফীর ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার (১১ জুন) বিকেলে কচুয়া উপজেলার ১০নং গোহাট উত্তর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা যায়, কচুয়া উপজেলার ১০নং গোহাট উত্তর ইউনিয়নে নাউলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গেলে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীদের নেতৃত্বে এই হামলা চালানো হয়। এ সময় সন্ত্রাসীদের হাত থেকে আবু নছর আশরাফীকে বাঁচাতে গিয়ে জামায়াতের দুজন কর্মী আহত হয়। তাদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
হামলায় জড়িতদের মধ্যে রয়েছেন—মো. আরিফ হোসেন, রহিম, স্বপন, শাহপরান ও মোহাম্মদ মুরাদ। এদের সবাই স্থানীয় বিএনপি নেতা ও ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী সুমনের অনুসারী বলে জানা গেছে।
স্থানীয় সূত্র মতে, হামলাকারীদের মধ্যে শাহপরান ও রহিম আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও গত ৫ আগস্টের পর বিএনপিতে যোগ দেন।
জানা গেছে, সুমন কচুয়ার আ. ন .ম এহসানুল হক মিলনের অনুসারী হিসেবে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন মাঠে তৎপরতা চালাচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে উপজেলা জামাতের আমির অ্যাডভোকেট আবু তাহের মেসবাহ জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে ঘটনার বিস্তারিত জানতে চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়াকে মুঠোফোনে কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, জামায়াতের অনুষ্ঠানে হামলা হয়েছে শুনেছি। মামলা দায়ের হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।