১০ জুন ২০২৫, ১৪:৩৬

ব্রাহ্মণবাড়িয়ায় ফুচকার দোকানে টিস্যু না থাকায় সংঘর্ষ: আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ফুচকা দোকানে টিস্যু না থাকায় সংঘর্ষ  © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাঠানপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। এ সময় সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে পাঠানপাড়া এলাকায় অস্থায়ী বিনোদনকেন্দ্রে প্রচুর মানুষের ভিড় ছিল। সেখানে স্থাপিত ‘এরাবিয়ান ফুচকা হাউজ’ নামের একটি খাবারের দোকানে ফুচকা খেয়ে টিস্যু চায় কোট্টাপাড়া এলাকার যুবক রাব্বী। দোকানের কর্মীরা টিস্যু নেই বললে এ নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। পরে দোকানটির মালিক মজিবুর পাঠানের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে গড়ায়।

এই ঘটনা থেকেই মূলত সংঘর্ষের সূত্রপাত। বিষয়টি দ্রুত পাঠানপাড়া ও কোট্টাপাড়া দুই পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা প্রায় দুই ঘণ্টা ধরে চলে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সংঘর্ষের কারণে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। আহতদের সঠিক সংখ্যা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।