ঈদের দিন মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে ঈদের দিন পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাসেল (২৮) নামে এক যুবক মারা গেছেন। শনিবার (৭ জুন) বিকেলে পূর্ব চরউমেদ গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল রায়চাঁদ এলাকার বাসিন্দা ও মাছ ব্যবসায়ী মো. নুরনবীর ছেলে।
জানা গেছে, ঈদের ছুটিতে পূর্ব চরউমেদ গ্রামের মঞ্জু মিয়ার পুকুর থেকে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। মাছ কিনে পুকুর সেচের জন্য মটরচালিত পানির পাম্প স্থাপন করছিলেন রাসেল। এসময় মটরের সঙ্গে সংযুক্ত বৈদ্যুতিক তারে লিক থাকায় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তার পরিবারকে খবর দেন। পরে স্বজনরা এসে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
স্থানীয়দের মতে, পুকুরে বৈদ্যুতিক কাজের ক্ষেত্রে সচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। ঈদের আনন্দের দিনে এমন একটি প্রাণহানির ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।