০৮ জুন ২০২৫, ০৭:৩১

কারাগারে বন্দীদের নিয়ে ঈদ আনন্দ, গান গাইলেন নোবেল

কারাগারে গান পরিবেশন করছেন নোবেল  © সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার দিনটি কারাগারের বন্দিদের জন্য হয়ে উঠেছিল বিশেষ আনন্দঘন। এদিন বিকেলে বন্দীদের জন্য গান পরিবেশন করেন কারাগারে বন্দী থাকা আলোচিত গায়ক মইনুল আহসান নোবেল।

শনিবার (৭ জুন) কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঈদ উপলক্ষে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের।

বিকেল সাড়ে ৩টায় কারাগারের খোলা মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত বন্দিদের সামনে গানের মঞ্চে ওঠেন নোবেল। তিনি পরিবেশন করেন জনপ্রিয় ‘অভিনয়’, ‘ভিগি ভিগি’, ‘সেই তুমি কেন এত অচেনা হয়ে গেলে’—এর মতো জনপ্রিয় গান। নোবেলের কণ্ঠে গাওয়া গান শুনে বন্দিরা আবেগ-উচ্ছ্বাসে মেতে ওঠেন। পুরো পরিবেশে এক উৎসবমুখর আবহ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে নোবেল শুধু নিজেই কিছুটা প্রশান্তি খুঁজে পেলেন না, বরং অন্য বন্দিদের মাঝেও কিছু সময়ের জন্য আনন্দের রঙ ছড়িয়ে দিলেন। এ যেন বন্দিদশার মধ্যেও এক টুকরো মানবিকতার গল্প।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একজন নারীকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ঘটনার জেরে ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে গত ১৯ মে রাতে ডেমরা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। নারী নির্যাতন মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। মামলাটি এখনো তদন্তাধীন।