০৬ জুন ২০২৫, ১৯:১৬

গোপালগঞ্জে সমাবেশের পর মাঠ পরিষ্কার করলেন বিএনপির নেতাকর্মীরা

সমাবেশের কারণে সৃষ্ট ময়লা-আবর্জনা পরিষ্কার করছেন বিএনপির নেতাকর্মীরা  © টিডিসি

গোপলগঞ্জের কোটালীপাড়ায় সম্মেলন শেষে মাঠের মধ্যে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ব্যতিক্রমী এ উদ্যোগ গ্রহণ করে প্রশংসা কুঁড়িয়েছেন তারা।

জানা গেছে, গত রবিবার (১ জুন) কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ মাঠে কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে যোগ দিতে আসা নেতাকর্মী ও সাধারন মানুষ বিরিয়ানীর প্যাকেটসহ বিভিন্ন অবর্জনা ফেলে মাঠটি অপরিস্কার করে। পরে আজ শুক্রবার (০৬ জুন) সকালে কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ মাঠে পড়ে থাকা বিরিয়ানির প্যাকেট, পানির বোতল, চিপসের প্যাকেট, পলিথিনসহ নানা ধরনের আবর্জনা তারা পরিস্কার করেন।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মামুন হাওলাদার মিঠু, বিএনপি নেতা সত্তার সরদার, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, ছাত্রদলের আহবায়ক লালন শেখ, সদস্য সচিব নিলয় হাওলাদারসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর বলেন, আমাদের শুধু পোশাক-আশাকে পরিস্কার পরিচ্ছন্ন থাকলেই হবে না। মন মানসিকতায় পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে তা দলের মধ্যে প্রতিফন ঘটাতে হবে। আর তাই আমরা আজকে আমাদের সম্মলনের মাঠটি পরিস্কার করলাম।

আরও পড়ুন: ঢাকা কলেজে ঈদে শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন শিবিরের

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার বলেন, আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শ বাস্তবায়নের জন্যই পরিস্কার পরিচ্ছন্নাতায় নেমেছি। এটি আমাদের বাস্তাব জীবনেও কার্যকর করতে হবে।

উপজেলা বিএনপির সভাপতি এস. এম মহিউদ্দিন বলেন, সম্মেলনের মাঠ পরিস্কার করার মতো আমরা আমাদের সংগঠনকেও পরিস্কার পরিচ্ছন্ন করা হবে। এখানে কোন মাদকসেবী, চাঁদাবাজ ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তির স্থান হবে না। আগামীতে আমাদের উপজেলা ও পৌর বিএনপির কমিটি যখন পূর্ণাঙ্গ করবো তখন আমরা এই সব কমিটিতে পরিচ্ছন্ন নেতাদের নিয়ে আসবো। শুধু বিএনপিই নয়, সহযোগি সংগঠনেও কোন মাদক, জুয়া ও চাঁদাবাজকে স্থান দেওয়া হবে না।