কিশোরীকে উত্ত্যক্ত করার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক কিশোরীকে উত্ত্যক্ত এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) রাত ৮টায় উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আহতদের মধ্যে ১২ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে এবং একজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা গ্রাম্য চিকিৎসক ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম। তিনি জানান, এক কিশোরীকে উত্ত্যক্ত করা নিয়ে নিলফা গ্রামের মিরাজ মোল্লার ছেলে মোক্তার মোল্লার সঙ্গে একই গ্রামের হেদায়েত মেম্বারের ছেলে জামাল সিকদারের কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে উভয় পক্ষের লোকজন ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী ধরে চলা এই সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, দুই পক্ষের মধ্যে আগে থেকেই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। তবে এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফতাব জিলানী বলেন, সংঘর্ষে আহত হয়ে ১৩ জন গোপালগঞ্জ সদর হাসপাতালে আসেন। একজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া ১২ জন এই হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।