০৬ জুন ২০২৫, ০১:৩৮

ইউএনওর কোরবানির গরু আনা হলো এসিল্যান্ডের সরকারি গাড়িতে

ইউএনওর কোরবানির গরু আনা হলো এসিল্যান্ডের সরকারি গাড়িতে  © সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা উপজেলা সহকারী কমিশনার ভূমির (এসিল্যান্ড) গাড়ি ব্যবহার করে হাট থেকে কোরবানির গরু নিয়ে এসেছেন। বৃহস্পতিবার (৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহীর নওদাপাড়া এলাকার সিটি হাট থেকে গরুটি কেনা হয়। সরকারি গাড়িতে গরু আনার পর বিষয়টি জানাজানি হলে জেলার সচেতন মহলে সমালোচনা শুরু হয়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী অঞ্চলে আম কেনাবেচার সময় আড়তদারদের বাড়তি ওজন নেওয়া নিয়ে বৃহস্পতিবার সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাগাতিপাড়ার ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা। তিনি ওই উপজেলার সহকারী কমিশনারেরও (ভূমি) অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তাই উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) ডাবল কেবিন পিকআপ নিয়েই তিনি সভায় যান। সভা শেষ হয় দুপুরে। এরপর কোরবানির গরু কেনার উদ্দেশ্যে রাজশাহীর সিটি হাটে যান তিনি। সেখানে গিয়ে তিনি কোরবানির জন্য একটি গরু কেনেন। পরে সেই গরু সহকারী কমিশনার ( ভূমি) কর্মকর্তার গাড়ির পেছনের কেবিনে তোলা হয়। আর সামনের কেবিনে বসেন ইউএনও। এসিল্যান্ডের সরকারি গাড়িতে গরু তুলতে দেখে সেখানে ভিড় জমান উৎসুক মানুষজন এবং মোবাইল ফোনে ভিডিও করে। সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

গাড়ি চালক সুমন আলী বলেন, রাজশাহীতে বিভাগীয় কমিশনার অফিসে মিটিং ছিল (ইউএনও)স্যারের। মিটিং শেষে কোরবানির জন্য রাজশাহীর সিটির হাট থেকে স্যার একটি  গরু কেনেন এবং আমাকে এই গাড়িতে তুলে নিয়ে আসতে বলেন।  স্যারের কথামতো আমি এই গাড়িতে গরু নিয়ে এসেছি।

এ বিষয়ে  বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম  বলেন, ঈদে এ বছর ছুটি পাইনি, তাই এখানেই এবার ঈদ করতে হবে। আমাদের বাগাতিপাড়ায় কোনো হাট নেই, তাই রাজশাহী থেকেই গরু কিনতে হয়েছে। আজ রাজশাহীতে মিটিং ছিল। যেহেতু এসিল্যান্ডের চার্জে রয়েছি, তাই ওই গাড়িটি নিয়ে গেছি। আমি শুধু যে গরুটি কিনেছি, সেটি গাড়ির পেছনে তুলে নিয়ে এসেছি।আমি গরুকে সিটে বসাইনি। আমি নিজে গাড়িতে ছিলাম। আর পেছনে জায়গা ছিল, গরুটি গাড়ি নোংরা করেনি। 

এ বিষয়ে কথা বলতে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনকে মুঠোফোনে একাধিক বার কল  দিলেও  তিনি রিসিভ করেননি।