০৫ জুন ২০২৫, ২৩:৫৯

ঈদের আনন্দ ছাপিয়ে আনোয়ারার সড়কে দুর্ভোগ

জয়কালী বাজার সড়ক  © টিডিসি

ঈদুল আজহার মাত্র একদিন বাকি থাকতেই কর্মস্থল থেকে বাড়ি ফিরছে হাজারো মানুষ। ঈদের আনন্দের মধ্যেই ভোগান্তিতে পড়েছে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের অন্যতম ব্যস্ততম সড়ক, আনোয়ারার জয়কালী বাজার এলাকার সড়কটি। চট্টগ্রাম শহর থেকে আনোয়ারা হয়ে চন্দনাইশ, সাতকানিয়া, দোহাজারী ও কক্সবাজার যাওয়ার প্রধান রুট এই সড়কে দীর্ঘ যানজট ও খোঁজ-খবরের অভাবে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

দোহাজারী সড়ক ও জনপদ বিভাগের ঢালাইয়ের কাজ প্রায় ১১ দিন ধরে অসমাপ্ত থাকায় সড়কের একাংশ বন্ধ রয়েছে। অপরপাশের ছোট-বড় গর্তগুলোও যান চলাচলকে কঠিন করে তুলেছে। ফলে প্রতিদিন গরমে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হচ্ছে ঘরমুখো মানুষকে।

চট্টগ্রাম শহর থেকে রওনা হয়ে মাত্র দশ কিলোমিটার পথ পাড়ি দিতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকা যাত্রী শাহেদ আলী বলেন, ‘যানজটের কারণে ঈদ আনন্দ উপভোগ করা মুশকিল হয়ে পড়েছে। মনে হচ্ছে, ঈদটা সড়কে করেই করতে হবে।’

নারী যাত্রী ফারজানা ইয়াসমিন বলেন, ‘শিশু নিয়ে এই ভোগান্তি সহ্য করা খুবই কঠিন। গরমে গাড়ির মধ্যে বসে বাচ্চার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।’

সিএনজি চালক সুমন জানান, ‘যাত্রী থাকা সত্ত্বেও এই যানজটে দিনে দুইবার রাউন্ড দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে আয় কমছে আর খরচ বাড়ছে।’

স্থানীয় ব্যবসায়ী মো. মাসুদ বলেন, ‘ঈদের সময় এই অবস্থা খুবই দুঃখজনক। সড়কের ঢালাই কাজ এতদিন ফেলে রাখবে, তা কেউ ভাবেনি।’

চট্টগ্রাম দোহাজারী সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবু আহসান মো. আজিজুল মোস্তফা বলেন, ঢালাইয়ের কাজ মজবুত করার জন্য সময় দিতে হয়। যানজট কমাতে আমরা ট্র্যাফিক ব্যবস্থাপনায় দুইজন কর্মী নিয়োগ দিয়েছি।

তবে স্থানীয়রা কাজের সময় ও পরিকল্পনার অভাবে ঈদের মতো গুরুত্বপূর্ণ সময়ে জনদুর্ভোগ বাড়ার আশঙ্কা করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে মনে করছেন তারা।