০৫ জুন ২০২৫, ০৯:৪৭

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের যানজট  © সংগৃহীত

ঈদ সামনে রেখে বাড়তি যানবাহনের চাপ, সড়কে একাধিক দুর্ঘটনা ও যানবাহন বিকলের কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রায় ২৩ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

বুধবার (৪ জুন) মধ্যরাত থেকে শুরু হওয়া এ যানজট রাবনা বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত বিস্তৃত হয়। এতে মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে পাকুল্যা থেকে শুরু করে টাঙ্গাইল পর্যন্ত যান চলাচল ধীরগতিতে চলে।

চালক ও যাত্রীদের ভাষ্যে, রাতভর সড়কে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়। যমুনা সেতু থেকে রাবনা বাইপাস পর্যন্ত ২৩ কিলোমিটার এলাকায় শত শত যানবাহন থেমে যায়। শিশু, নারী, বৃদ্ধসহ যাত্রীসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হয়। এমনকি পশুবাহী শতাধিক গাড়িও দীর্ঘক্ষণ আটকে থাকে।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ জানান, টোল প্লাজা থেকে শুরু হয়ে যমুনা সেতু পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। তবে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে পরিস্থিতি সামাল দিতে কাজ করছে। বর্তমানে ধীরে ধীরে মহাসড়কে স্বাভাবিক অবস্থা ফিরছে বলে জানান তিনি।