০৫ জুন ২০২৫, ০৯:৪৫
ঈদে ১০ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দর
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন বন্ধ থাকবে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর। বৃহস্পতিবার (৫ জুন) থেকে আগামী ১৪ জুন পর্যন্ত স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্টস এসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
পত্রে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ৫ জুন থেকে ১৪ জুন, ২০২৫ পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ১৫জুন, ২০২৫ স্থলবন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।
এ বিষয়ে সোনাহাট স্থল শুল্ক ষ্টেশনের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন জানান, আজ (৫জুন) থেকে ১৪ জুন পর্যন্ত মোট ১০দিন সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। ১৫ জুন থেকে যথারিতি বন্দরের কার্যক্রম চালু হবে।